ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে বিজেএমসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
মতিঝিলে বিজেএমসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর মতিঝিলের বক চত্বরে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি) ভবনের সাততলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২২ মার্চ) বিকেল ৩ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় দুইঘণ্টা চেষ্টায় বিজেএমসি ভবনের সাততলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে এলেও কী কারণে এ আগুনের সূত্রপাত ঘটেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।