বরিশাল: ইসলামিক ফাউন্ডেশনের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) বেলা ১২ টায় নগরের কাশিপুরের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আয়োজন করে বরিশাল বিভাগীয় কার্যালয়।
ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ বি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়েরর সহকারী পরিচালক মো. আলম হোসেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশালের সহকারী পরিচালক আসমা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় অতিথিরা ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
পরে ২৭ জন দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মধ্যে দুই লাখ ২৪ হাজার টাকা যাকাতের অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএস/কেএআর