গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ নছের মার্কেট এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, আমবাগ নছের মার্কেট এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর এবং ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে টিনশেডের গুদাম ও ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
আরএস/আরএ