ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে মা-শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
বনানীতে মা-শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বনানী কড়াইল এলাকা থেকে হাসি আক্তার (২২) ও তার শিশু সন্তান নিরবের (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, হাসি আক্তারের স্বামী তাদের হত্যা করে পালিয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এ তথ্য জানান।

তিনি জানান, বনানী কড়াইল বউবাজার ডাক্তার বাড়ির পিছনের ঝিল থেকে হাসি ও তার শিশু সন্তান নিরবের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দু’জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, হাসি তার এক সন্তানকে নিয়ে স্বামী রফিকুল ইসলামের সঙ্গে কুমিল্লা বড়ুয়া এলাকায় থাকতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে হাসি সোমবার (২২ মার্চ) বাবার বাড়ি বনানী কড়াইল বস্তি এলাকায় আসেন। কোনো এক সময় হাসির স্বামী তাদের দু’জনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পিছনে ঝিলে ফেলে রাখেন।  

এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি আজম মিয়া।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।