ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
পাঁচবিবিতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত দুর্ঘটনাকবলিত ইজিবাইক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে পেঁয়াজ ভর্তি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী আহত হয়েছেন।  

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার শিমুলতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের স্বপন কুমারের স্ত্রী মিরা রানী (৫৫), একই গ্রামের লক্ষ্মী রানী (২০), উত্তম কুমারের মেয়ে কোয়েল (১৭), জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর মহল্লার আশরাফ আলীর ছেলে আবু তালহা পারভেজ (৩০) ও একই উপজেলার ইছুয়া গ্রামের আফজাল হোসেন (৫৫)।

স্থানীয়রা জানান, হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় পাঁচবিবি উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিল একটি ইজিবাইক।

পথে শিমুলতলী নামক এলাকায় ট্রাকটি ইাজবাইককে ধাক্কা দিলে পাঁচ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘন্টা, ২৩ মার্চ, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।