সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের শ্যালকের বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৪শ’ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বাদী হয়ে এনায়েতপুর থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন।
এর আগে সোমবার (২২ মার্চ) গভীররাতে খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়ার শ্যালক রুপনাই গাছপাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ির গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব সরকারের নেতৃত্বে রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন আগেই পালিয়ে
যান। পরে ওই বাড়ির গুদাম ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১৪শ’ কেজি চাল উদ্ধার হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জোহা বাংলানিউজকে বলেন, চাল উদ্ধারের ঘটনায় মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসআই