পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরাফাত রহমান খান (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (২৪ মার্চ) ভোর রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পুলিশ, স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে আরাফাত মোটরসাইকেলে করে উপজেলা সদর থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আশ্রম সড়কের আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়। বরিশাল থেকে তাকে ঢাকা নিয়ে যেতে বলেন চিকিৎসকরা। পরে ঢাকায় নেওয়া পথে ভোর রাতে তার মৃত্যু হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সুব্রত কর্মকার জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
আরএ