ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় শরণার্থী শিবির থেকে আসা ৩ রোহিঙ্গা সলঙ্গায় আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ভারতীয় শরণার্থী শিবির থেকে আসা ৩ রোহিঙ্গা সলঙ্গায় আটক

সিরাজগঞ্জ: ভারতীয় রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা তিন অনুপ্রবেশকারীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।  

মঙ্গলবার (২৩ মার্চ) গভীর রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গা শরণার্থীরা হলেন- মায়ানমারের সিত্তে (আকিয়াব) জেলার বুসিডং থানার ইয়াংছাং (সিন্ধিপান পাড়া) গ্রামের সিকান্দারের ছেলে বেলাল (৪৮), বেলালের স্ত্রী ইয়াসমিন (২৬) ও মংডু থানার রাইমাসিল গ্রামের আলমগীরের ছেলে রিয়াজ (১৮)।  

বুধবার (২৪ মার্চ) দুপুরে বাংলানিউজকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা বাজার এলাকায় নিউ জনতা হোটেলের সামনে ঘোরাফেরা করছিলেন ওই তিনজন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে ভারতীয় রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পাসপোর্ট ব্যতিত কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের সঙ্গে সাড়ে ৩ বছর বয়সী একটি শিশু কন্যা ও পৌনে দুই বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। এ সময় তাদের আটক করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ দুটি (UNHCR) কার্ড জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩(৩) ধারায় মামলা দায়েরের পর সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।