ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝাল মুড়ির লোভ দেখিয়ে শিশু অপহরণ, উদ্ধার করল র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ঝাল মুড়ির লোভ দেখিয়ে শিশু অপহরণ, উদ্ধার করল র‍্যাব শিশু আদিপ ও র‍্যাবের সঙ্গে অপহরণকারী রাকিব

ঢাকা: শিশু আসনান আদিপের (৪) সঙ্গে সখ্যতা গড়ে তোলে গার্মেন্টসের আয়রনম্যান রাকিব সরদার (২৪)। এরপর আদিপকে ঝাল মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে আশুলিয়া থেকে মানিকগঞ্জের যমুনার তীরে চর এলাকায় অপহরণ করে নিয়ে যায় এই তরুণ।

 

পরবর্তীতে শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন রাকিব। মুক্তিপণের টাকা না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলারও হুমকি দেন।

এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১ পর্যন্ত মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঘুটিয়া দুর্গম চর এলাকায় সাঁড়াশি অভিযান চালায় র‍্যাব-৪ এর একটি দল। অভিযানের অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বর, পাইকপাড়া র‍্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান, র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।  

তিনি বলেন, সোমবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, রোববার (২১ মার্চ) বিকেল সাড়ে ৬টার দিকে ঢাকা জেলার আশুলিয়ার দূর্গাপুর পূর্বচালা এলাকা থেকে ৪ বছরের শিশু মো. আসনান আদিপ অপহৃত হয়। এই ঘটনার পরের দিন অপহরণকারী শিশুটির বাবা-মার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছিল তারা।  

তিনি আরও জানান, অপহরণকারী রাকিব সরদার আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় আয়রনম্যান হিসেবে কাজ করেন। সে সুবাদে ৫ মাস ভিকটিমের বাবার টিনশেড বাসার ভাড়াটিয়া ছিলেন। আসামি রাকিব একমাস আগে সেখান থেকে চলে যায়। সেসময় থেকেই মূলত শিশুটিকে অপহরণের পরিকল্পনা করতে থাকে। অপহরণের পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামি রাকিব সরদার ঘটনার দিন বিকেলে ভিকটিম শিশুটিকে ঝাল মুড়ি খাওয়ানোর লোভ দেখায়। আসামি আশুলিয়া থানাধর দূর্গাপুর পূর্বচালা (তালিমুল মাদ্রাসার সাথে) এলাকায় শিশুটির নিজ বাসার গেট থেকে রিকশায় করে জিরাবো এলাকায় নিয়ে যায়।  

পরবর্তীতে বাসে করে নবীনগর হয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার উথুলি এবং সিএনজি চালিত অটোরিকশা যোগে জাফরগঞ্জ বাজারে নিয়ে যায়। সেখান থেকে ট্রলারে করে যমুনা নদী পার হয়ে দৌলতপুর থানার দুর্গম চর বাঘুটিয়া গ্রামের আসামি রাকিবের নিজ বসতবাড়িতে আটকে রাখে।  

আসামি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ভবিষ্যতেও অপহরণকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমএমআই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।