ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
রোহিঙ্গাদের ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের উদ্দেশে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা যেন খুব দ্রুত নিজ দেশে ফিরে যেতে পারেন, আপনার ভিটায়, আপনাদের বাড়িতে, আপনাদের আত্মীয় স্বজনের কাছে যেতে পারেন—সেই চেষ্টা সরকারের অব্যাহত রয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুনে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের মাঝে কাপড় বিতরণকালে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা দেখে এসেছি। আপনারা সবকিছু হারিয়েছেন, অনেকে বাবাকে হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন, অনেকে মাকে হারিয়েছেন—আপনাদের সেই যন্ত্রণা আমরা বুঝতে পেরেছি। তাই আপনাদের সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে কক্সবাজার র‌্যাব-১৫ আয়োজিত কাপড় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।