গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে অজ্ঞাত বস্তুর বিস্ফোরণে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বোরহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে ঘটনাস্থলে নিহত বাড়ীওয়ালা বোরহান মিয়া (৪০) ও প্রতিবেশী ওহেদুল মিয়ার (২৮) নাম জানা গেলেও হাসপাতালে নেওয়ার পথে নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বোরহানের বাড়ির একটি ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বোরহান ও প্রতিবেশী ওহেদুলসহ অজ্ঞাত পরিচয় একব্যক্তি নিহত হন।
তিনি আরো জানান, নিরাপত্তার কারণে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। বোমা বিশেষজ্ঞদল এলে কি ধরনের বস্তুর বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে স্থানীয়রা জানান, বাড়িওয়ালা বোরহান উদ্দিন জমিতে কাজ করছিলেন। অজ্ঞাতপরিচয় দুইজন লোক এসে তাকে বাড়িতে ডেকে আনেন। তারা ঘরের ভেতরে প্রবেশ করার পর হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১ আপডেট: ১৯৪৯ ঘণ্টা
এনটি