ঢাকা: রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ৪৫ লাখ টাকার হেরোইনসহ মাসুদ করিম (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বুধবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর দারুসসালাম রোডের এশিয়া সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-২ এর একটি দল রাজধানীর দারুসসালাম থানার দারুসসালাম রোডের এশিয়া সিনেমা হলের সামনের রাস্তায় চেক পোস্ট স্থাপন করে। এসময় সন্দেহ হলে একটি বাস থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু বাসটি রাস্তার পাশে থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে চালক মাসুদ করিম। এসময় বাসের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। পরে বাসটি জব্দ করা হয়েছে।
বাসচালককে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি দীর্ঘ দিন ধরে পরিবহন চালকের ছদ্মবেশে দেশের সীমান্ত এলাকা থেকে মাদক বহন করে আসছিল। পরবর্তীতে সুযোগ বুঝে রাজধানীর বিভিন্ন মাদক বিক্রেতার কাছে হস্তান্তর করে। তাদের অন্যান্য সহযোগীরা হেরোইন দেশে নিয়ে আসে এবং আইন-শৃংখলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হেরোইন পৌঁছানোর জন্য পরিবহন বাস ব্যবহার করে আসছে। আসামি করিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমএমআই/ওএইচ/