ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ডিসি-ইউএনও কার্যালয়ের ৯৩৮ কর্মচারীর জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ডিসি-ইউএনও কার্যালয়ের ৯৩৮ কর্মচারীর জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ

ঢাকা: জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নিবার্হী অফিসারের (ইউএনও) কার্যালয়ে কর্মরত মোট ৯৩৮ জন কর্মচারীর জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
বুধবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।


 
এতে বলা হয়, জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে কর্মরত ‘প্রশাসনিক কর্মকর্তা’র ফিডার পদধারীদের তালিকা প্রণয়ন, সংশোধন ও হালনাগাদকরণের জন্য গঠিত কমিটি ‘জেলা প্রশাসক এবং উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০’ অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তার ফিডার পদধারীদের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী ও উচ্চমান সহকারী ৭৪৯ জন এবং সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ১৮৯ জন কর্মচারীর খসড়া জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করা হয়েছে।
 
এ বিষয়ে কোনো আপত্তি, অভিযোগ ও পরামর্শ থাকলে আগামী ৯ মের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।