ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইছামতি নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ইছামতি নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইছামতির শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমিরুল ইসলাম নামে এক বালু ব্যবসায়ীকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২৪ মার্চ) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রহমতুল্লাহ এ দণ্ড দেন।

এর আগে, দুপুরে বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকা থকে বালু ব্যবসায়ী আমিরুলকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রহমতুল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরাইচন্ডী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও আমীরুল ইসলাম নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীকালে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।