ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
খুলনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

খুলনা: খুলনায় ট্রেনে কাটা পড়ে মো. জুয়েল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মহানগরীর দৌলতপুরের মানিকতলা মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার মো. আবু হানিফের ছেলে।

খুলনার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকতলার মাইলপোস্ট এলাকায় রেললাইন পার হবার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন জুয়েলকে ধাক্কা দেয়। এতে ডান পা ও ডান হাত কেটে ঝুলে যায় তার। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে খুমেক হাসপাতালের ইমারজেন্সিতে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।