সিলেট: সিলেটে ট্রাকের ভেতর থেকে মুজিবুর রহমান (৪০) নামে এক চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারে (ঢাকা-মেট্রো-ট-২২৫২১১) ট্রাক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মুজিবুর রহমান কুমিল্লা জেলার মুরাদনগর থানার আলীর চর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত)মাকসুদুল আমীন বাংলানিউজকে বলেন, গোয়ালাবাজারে ট্রাকের উপর একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মুজিবুর রহমানকে হত্যার পর মরদেহ ট্রাকের মধ্যে রেখে দেয়। মৃত ব্যক্তির গলায় ও মাথায় আঘাত চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এনইউ/ওএইচ/