ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহ ট্রেনে কাটা পড়ে সালেহা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধা মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কাটদহচর এলাকার খালমাগুরা রেলব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেহা খাতুন মিরপুর উপজেলার হালসা কাটদহচর এলাকার সুজার উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- একই এলাকার ইয়ার উদ্দিনের স্ত্রী সহিদা খাতুন (৫২) ও আলামীরের মেয়ে আলেয়া খাতুন (১০)।  

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় পোড়াদহ জংশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। সেই ট্রেনের ইঞ্জিন পোড়াদহ থেকে হালসার দিকে গিয়ে আবার পোড়াদহ ফেরার সময় কাটদহচর এলাকার খালমাগুরা রেললাইনের ওপর দিয়ে হেটে যাওয়ার সময় ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে সুজার উদ্দিনের স্ত্রী সালেহা খাতুনের মৃত্যু হয়। আরও দুজনকে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।