ঝালকাঠি: ঝালকাঠিতে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক ও শ্রমিক সমিতি। এতে করে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের ভোগান্তি কমেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল থেকে স্বাভাবিক নিয়মে ঝালকাঠি থেকে সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে আটটি রুটে ধর্মঘট শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বাংলানিউজকে জানান, আমাদের দাবি অনুযায়ী মহাসড়কে বিশেষ করে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ রাখা, দুই একদিনের মধ্যে যথাস্থানে বাসের কাউন্টার ফেরত দেওয়া এবং সুমন মোল্লার বিরুদ্ধে মামলা গ্রহণের বিষয়টি বুধবার রাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য সোমবার (২২ মার্চ) রাতে বিভিন্ন স্থান থেকে যাওয়া ঝালকাঠি মালিক সমিতির ৪৫টি বাস রূপাতলী বাসস্ট্যান্ডে রাখা হয়। ওই দিন রাত সাড়ে ১২ টার দিকে রুপাতলী বাসস্ট্যান্ডে থাকা ঝালকাঠি মালিক সমিতির বাসগুলোর চাঁকা ছিদ্র করে দিয়ে তার ব্যাটারি, তেলসহ যন্ত্রাংশ নিয়ে যায় থ্রি হুইলার (মাহিন্দ্রা) শ্রমিকরা। এঘটনায় কয়েকজন বাস শ্রমিকরা বাঁধা দিলে তাদের কে মারধর করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় আলফা শ্রমিকরা। এরপর মঙ্গলবার সকাল থেকে ঝালকাঠি থেকে আট রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিক সমিতি।
যদিও থ্রি-হুইলার চালক-শ্রমিকদের দাবি, ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা চেকপোস্টের নামে নগরের প্রবেশদ্বার কালিজিরাতে গাড়ি আটকে দিয়ে থ্রিহুইলার (মাহিন্দ্রা) থেকে যাত্রী নামিয়ে দিয়ে তাতে ভাংচুর এবং চালকদের মারধর করে মোবাইল টাকা রেখে দেওয়া হয়। যার প্রতিবাদে মঙ্গলবার রাতে তারা বরিশাল নগরের রুপাতলীতে সড়ক অবরোধও কর্মসূচিও পালন করেন।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এমএস/কেএআর