গাজীপুর: গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসনকেন্দ্র থেকে ১৪ জন হেফাজতী পালিয়ে গেছে।
বুধবার (২৪ মার্চ) গভীর রাতে ওই হেফাজতী পালিয়ে যান।
পরে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাত জন হেফাজতীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মো. জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাজীপুর মেটোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান বাংলানিউজকে জানান, রাতে ওই নিরাপদ আবাসন কেন্দ্রে তৃতীয় তলায় হেফাজতে থাকা ১৭ জন হেফাজতী জানালার গ্রীল ভেঙে ওড়না দিয়ে বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যায়। টের পেয়ে আবাসন কেন্দ্র থেকে পুলিশকে জানানো হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর রেল স্টেশন থেকে সাত জনকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান চলছে।
এর আগে ২০১৮ সালে ৯ সেপ্টেম্বর ওই কেন্দ্র থেকে একই কায়দায় ১৭ জন হেফাজতী পালিয়ে গিয়েছিলেন। পরে অভিযান চালিয়ে ওইদিনই ১২ জনকে উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনা অনুসন্ধানে গাজীপুর জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছিলো।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
আরএস/কেএআর