ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ সংঘর্ষে নিহত সাইফুল ইসলাম। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বায়নাগাঁতী উত্তর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

নিহত সাইফুল বেলকুচির বায়নাগাঁতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।  

স্থানীয় ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, বানিয়াগাঁতী স্কুল কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক খান ও হেলাল মণ্ডল গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে হেলাল গ্রুপের লোকজন রাজ্জাকের ওপর হামলা করে। রাজ্জাক বাজার নিয়ে বাড়ি ফেরার পথে তার ওপর এ হামলা হয়। খবর পেয়ে রাজ্জাক গ্রুপের লোকজন এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দু’পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় সাইফুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।