বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কয়েলের আগুনে সাইদ জামান নামে এক কৃষকের তিনটি ঘর, তিনটি গরু ও ১০টি ছাগল পুড়ে গেছে।
বুধবার (২৪ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মধ্যপাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আহত সাইদ জামানের ছেলে মাহমুদুল হাসান জানান, রাতে মশার কয়েল থেকে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। পরে পুরো বাড়ি আগুনে ছেয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু তারা আসার আগেই তিনটি টিনের ঘর, তিনটি গরু, ১০টি ছাগল, আসবাবপত্র ও টাকা-পয়সা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা জানান, কৃষক সাইদের বাড়িতে আগুন লাগার ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
কেইউএ/আরবি