কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারে আগুন লেগে ১৩ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
বুধবার (২৪ মার্চ) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোবারক আলী বাংলানিউজকে জানান, বুধবার দিনগত রাতে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে লক্ষ্মীগঞ্জ বাজারের একটি দোকনে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের ১৩ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআরএস