ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে ২৫ কৃষকের ১২ বিঘা জমির পানের বরজ।
বৃহস্পতিবার (২৫ র্মাচ) দুপুরে উপজেলার গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন- দারিয়াপুর গ্রামের ইবাদত মিয়া, নুর হক, ইশারত আলী, মনজের মিয়া ও নিজামসহ ২৫জন।
ক্ষতিগ্রস্থ কৃষক রাজু মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে দারিয়াপুর গ্রামের সাহেব আলী নামের এক কৃষক তার জমির গমের নাড়া পোড়ানোর জন্য আগুন দেয়। সেই আগুনে পার্শবর্তী মিঠু নামের এক কৃষকের পানের বরজে আগুন লাগে। মুহুর্তে তা আশপাশের বরজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হরিণাকুন্ডু কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বাংলানিউজকে জানান, দারিয়াপুর গ্রামে ২৫ জন কৃষকের ১২ বিঘা পানের বরজ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
কেএআর