ঢাকা: প্রথমবারের মতো ঘোষণা করা হলো একাত্তরে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা। প্রথম পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী হিসেবে ১৯১ জনের নাম ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল চারটায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী দীর্ঘ ৯ মাস তাদের স্থানীয় দোসর জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, রাজাকার, আল বদর, আলশামস ও শান্তি বাহিনীর সহায়তায় বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে ৩০ লাখ বাঙালিকে হত্যা এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানি করে। বীর বাঙালির হাতে পরাজয় নিশ্চিত জেনে তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করতে হত্যা করা শুরু করে এদেশের সূর্যসন্তান, জাতির মেরুদণ্ড বুদ্ধিজীবীদের।
‘আমরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করলেও তাদের কোনো তালিকা করতে পারিনি। বিলম্বে হলেও আমরা সে তালিকা করা শুরু করেছি। দেশের প্রখ্যাত গবেষকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটি শহীদ বুদ্ধিজীবীদের সংজ্ঞা নির্ধারণ করেছে। প্রথম ধাপে আমরা ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করছি। যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে। ’
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
ডিএন/এইচএডি/