ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতাবিরোধী শক্তিরাই এমন হামলা করেছে: ধর্ম প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
স্বাধীনতাবিরোধী শক্তিরাই এমন হামলা করেছে: ধর্ম প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তিরাই এমন হামলা করেছে। তারাই এমন অপকর্ম করে।

এ রকম ঘটনা খুবই নিন্দনীয়। আমরা তাদের ঘৃণা করি।  

এ হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।  

এসময় তিনি বলেন, সব ধর্মেই বলা আছে, কেউ কারো ক্ষতি যেন না করে। আমি মনে করি, যারা এ হামলা করেছে, তারা কোনো ধর্মের লোক না। ধর্মের লেবাস পরে তারা এ অপকর্ম করেছে।

তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। পরে প্রতিমন্ত্রী নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে ৩০ কেজি করে চাল ও ৯০ পরিবারের মধ্যে নগদ পাঁচ হাজার টাকা করে দেন।  

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।