ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘আতিকউল্লাহ খান সংবাদমাধ্যমে নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
‘আতিকউল্লাহ খান সংবাদমাধ্যমে নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন’

ঢাকা: দৈনিক জনকণ্ঠের সদ্যপ্রয়াত সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ বাংলাদেশের সংবাদপত্র জগতে নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে জনকণ্ঠ ভবনে সদ্যপ্রয়াত আতিকউল্লাহ খান মাসুদের জানাজায় অংশ নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তাপস বলেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশের মাধ্যমে তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমে এক নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন। আতিকউল্লাহ খান মাসুদের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে আমরা শোকাহত। বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে তখন তার চলে যাওয়াটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

ডিএসসিসি মেয়র বলেন, আতিকউল্লাহ খান মাসুদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, লালন-পালন করেছিলেন এবং এ ব্যাপারে তিনি আপসহীন ছিলেন।  

পরে তাপস সদ্যপ্রয়াত আতিকউল্লাহ খান মাসুদের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।