ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গণহত্যা দিবস স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
গণহত্যা দিবস স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করবে

ঢাকা: ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য যা যা করণীয় তা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।

 

গণহত্যা দিববস ২০২১ পালন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

মন্ত্রী বলেন, ২৫ মার্চ রাতে ঘুমন্ত বাঙালি নারী, শিশুর উপর ঝাপিয়ে পড়ে হামলা করেছে পাকিস্তানিরা। নির্বিচারে আক্রমণ করেছে। একাত্তরে গণহত্যার স্বীকৃতি আছে। আমরা চাচ্ছি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য।
 
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, মুক্তিযুদ্ধের উপর আর্কাইভ করতে হবে। মুক্তিযোদ্ধারা তো ভাতার জন্য যুদ্ধে যায়নি। শহীদ হওয়ার জন্য গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য গবেষণা সেল করতে হবে।
 
তিনি বলেন, গণহত্যার স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে।  

এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
 
শাজাহান খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কীভাবে বাস্তবায়ন হবে? এটা মনস্তাত্ত্বিক বিষয়। এজন্য মস্তিষ্কে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। এসময় তিনি ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।