ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাক চাপায় আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
রূপগঞ্জে ট্রাক চাপায় আ.লীগ নেতার মৃত্যু নিহত আমিনুল হক ভূইয়া।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিবাহী ট্রাক চাপায় আমিনুল হক ভূইয়া নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আধুরিয়া এলাকায় ঘটে এ ঘটনা। আমিনুল হক ভূইয়া আধুরিয়া এলাকার মিয়াজানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক উত্তম কুমার জানান, আওয়ামী লীগ নেতা আমিনুল হক ভূইয়ার দুই ছেলে ও দুই মেয়ে। তার মেয়ের সন্তান হয়। আর এ আনন্দে দুপুর ১২টার দিকে তিনি মিষ্টি আনতে ভুলতা বাজার যান। মিষ্টি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে রিকশাযোগে ফেরার সময় একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমিনুল হক ভুইয়ার মৃত্যু হয় এবং রিকশাচালক গুরুতর আহত হন। তবে, ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।