রংপুর: ২৫ মার্চ ভয়াল কালোরাতে শহীদদের স্মরণে রংপুরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রংপুর শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করা হয়।
এর আগে বিকেলে জেলার সব মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
প্রজ্জ্বলন কর্মসূচিতে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান, রংপুর রেঞ্জের উপ- মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য, মেট্টোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতারা অংশ নেন।
এছাড়াও শহীদদের স্মরণে টাউন হলে নাটক বর্ণচোর মঞ্চায়ন করা হয়। পরে রংপুরজুড়ে রাত ৯টার দিকে এক মিনিটের জন্য প্রতীকী ব্লাক আউট কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআরএস