ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এমন সৌন্দর্য আগে কখনো দেখেনি সাভারবাসী!

সাগর ফরাজী, সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এমন সৌন্দর্য আগে কখনো দেখেনি সাভারবাসী!

সাভার (ঢাকা): হেমায়েতপুর থেকে নবীনগরের জাতীয় স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত সড়কের বিভাজনে অপরূপ আলোকসজ্জা করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের এই অংশে থাকা সরকারি-বেসরকারি মার্কেটসহ বিভিন্ন স্থাপনায় চোখ ধাঁধানো আলোর ঝলকানি দিচ্ছে।

আর এই আলোর ঝলকানি উপভোগ করতে এসব স্থাপনার পাশে রাতে ভিড় জমাচ্ছে স্থানীয় বাসিন্দারা। দেখলে মনে হবে এমন সৌন্দর্য এর আগে কখনো দেখেনি সাভারবাসী। এত আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের লক্ষ্যে।  

১০ দিনব্যাপী এই দুই অনুষ্ঠানের আয়োজনে যোগ দিতে পাঁচ দেশের মধ্যে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকার রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ সফর করেছেন। সবশেষ বাকি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শুক্রবার ২৬ মার্চ বাংলাদেশে আসবেন।

প্রতিবছর সাভারের জাতীয় স্মৃতিসৌধে ২৬ মার্চের কয়েকদিন আগে থেকে সাজসজ্জার কাজ শুরু করলেও এবারে আসচ্ছে ভিন্নতা। এবার সৌন্দর্য বাড়াতে দিগুণ আয়োজন করেছে গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথসহ বিভিন্ন দপ্তর। সেই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যার পর থেকেই নানা রঙয়ের আলোয় ঝলমলিয়ে ওঠে সাভারনগরী। স্মৃতিসৌধ এলাকায় জয় রেস্তোরাঁর সামনে দাড়িয়ে থেকে ফোনে সেলফি ও ছবি তুলছিলেন মিলন নামের একজন শিক্ষার্থী।

তিনি বাংলানিউজকে বলেন, আমার বয়সে আমি এরকম সাজসজ্জা দেখেনি। আমি গতকাল হেমায়েতপুর গিয়েছিলাম। হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত পুরো ঢেলে সাজানো হয়েছে। সড়কের প্রতিটা লেম্প পোস্টে আলাদা করে বিভিন্ন রঙের বাতি দেওয়া হয়েছে। আমার কাছে এবারই প্রথম এতো জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা ১৭ তারিখের আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে গত কয়েকদিনে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা এসেছেন। তবে আগামীকাল ২৬ মার্চ এবারের স্বাধীনতা দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন। তাই স্মৃতিসৌধ অঙ্গন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে বলেন, এবার এই বিশেষ দিনটিতে কি ধরনের নিরাপত্তা দেওয়া হবে সেটা আমরা প্রকাশ করবো না। অনেক কৌশল রয়েছে নিরাপত্তার। তবে আমরা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।