ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে করোনা আক্রান্ত হওয়ায় ইমরান খানকে সহানুভূতি জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
টিআর/এমআরএ