ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গণহত্যা দিবসে বগুড়ায় আজিজুল হক কলেজে প্রদীপ প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
গণহত্যা দিবসে বগুড়ায় আজিজুল হক কলেজে প্রদীপ প্রজ্জ্বলন

বগুড়া: ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় আজিজুল হক কলেজ চত্ত্বরে বাংলাদেশের মানচিত্রে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ভয়াল কালরাতকে স্মরণ করা হয়।

প্রতিষ্ঠানের ভূগোল ও পরিবেশ বিভাগের পরিকল্পনায় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, ভূগোল বিভাগের  বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হাই, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ রেজাউন্নবী, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে.এম মাহাবুবুল হান্নান, বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসাইন বুলবুল। অন্যান্যদের মধ্যে সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে.এম মাহাবুবুল হান্নান এর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও উচ্চ মাধ্যমিক ভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ রেজাউন্নবী, বাংলা বিভাগের অধ্যাপক মোঃ হায়দার আলী এবং বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। পরে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
কেইউএ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।