পাবনা (ঈশ্বরদী): মুজিববর্ষের শতবর্ষ পূর্তিতে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের পাকশি বিভাগের আওতায় গুরুত্বপূর্ণ ২৬টি রেলস্টেশনে আধুনিকতার ছোঁয়া লাগতে যাচ্ছে অচিরেই।
আধুনিকায়নের অঙ্কন এবং অনুমান প্রস্তুত শেষ হলে আগামী এপ্রিল মাসে টেন্ডারের মাধ্যমে এই স্টেশনগুলোর কাজ শুরু হবে
ভবন আধুনিকায়ন, প্লার্টফর্ম উঁচুকরণ ও শেড সম্প্রসারণের কাজ চলতি বছরের ১৬ ডিসেম্বর, অথাৎ বিজয়ের ৫০ বছর পূর্তিতেই উন্নয়নের কাজ শেষ করবে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি রেলওয়ের প্রকৌশলী বিভাগ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধায় মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তির প্রাক্কালে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আব্দুর রহিম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
আধুনিকতার ছোঁয়া লাগতে যাচ্ছে যেই সকল রেলওয়ে স্টেশনগুলো -টাঙ্গাইল,জামতৈল, উল্লাপাড়া, বড়ালব্রীজ, চাটমোহর,নাটোর, সান্তাহার, রংপুর, সৈয়দপুর, পার্বতীপুর, নীলফামারী, ঠাকুরগাঁও,দিনাজপুর, ডোমার, বিরামপুর, জয়পুরহাট,লালমনিরহাট, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া,খুলনা,যশোহর, পোড়াদহ, চুয়াডাঙ্গা, রাজবাড়ি।
পাকশি বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আব্দুর রহিম বাংলানিউজকে জানান, বৃটিশ আমলের নির্মিত স্টেশন বিল্ডিংগুলো অনেক গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে রয়েছে। যেগুলো অনেক পুরোনো। দীর্ঘদিন সংস্কার ও উন্নয়নের ছোঁয়া লাগনি। রেলবান্ধব সরকারের রেলওয়ে মন্ত্রণালয় ট্রেনে ভ্রমন ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক উন্নয়নে আধুনিক ও যুগপোযোগী রেলওয়ে স্টেশন দরকার। স্টেশন গুলোতেে আধুুুনিকতার ছোঁঁয়া লাগলে ট্রেনে যাত্রী বৃদ্ধি পাবে। আগামী এপ্রিল মাসে টেন্ডারের মাধ্যমে কাজগুলো দ্রুত শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান,গুরুত্বপূর্ণ ২৬ টি রেলওয়ে স্টেশনের অভ্যন্তরে কিছু দোকানপাট রয়েছে, যা অবৈধ। সেগুলো কিছু থাকবে না। প্রতিটি স্টেশনের সুবিধাজনক স্থানে ' বঙ্গবন্ধু কর্নার ' ও ফুড কর্নার থাকবে। বর্তমান অবস্থার চেয়ে ঝকঝকে পরিচ্ছন্ন স্টেশনগুলো আলোকিত ও শোভাবর্ধন হবে।
পাকশি বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ বীরবল মণ্ডল বাংলানিউজকে জানান, মুজিববর্ষে যাত্রীদের কাছে সেবাটা আরো সুন্দরভাবে পৌঁছে দিতে পাকশি রেলওয়ে বিভাগের সকল গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধণের কাজ হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
তিনি আরও জানাব, আসলে মুজিববর্ষে সেরা উপহারই পেতে যাচ্ছে মনে হয় ওই অঞ্চলের মানুষ। যাদের এলাকায় আধুনিক রেলওয়ে স্টেশন হচ্ছে। নতুন ট্রেনের সাথে নতুন স্টেশন। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে জনসাধারণ তথা যাত্রী সাধারনের জন্য আধুনিক সেবা দানের এক অনন্য উপহার বলে মনে করেন ওই রেলওয়ে প্রকৌশলী।
বাংলাদেশ সময়: ০৪২৬ ঘন্টা, মার্চ ২৬, ২০২১
এমএমএস