মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৫টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এন্টিজেন পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, গেল কয়েকদিন আগে তার জ্বরের পাশাপাশি অন্যান্য উপসর্গ দেখা দেয়। যেহেতু সিভিল সার্জন হিসাবে জেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় তাই দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেই।
তিনি আরো বলেন, যদিও ৮ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার ১৫ দিন আগে টিকা কার্যকর হয়না বলে জানতে পেরেছি। সিভিল সার্জনের শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি আজ থেকে ছুটিতে থাকবেন বলে নিশ্চিত করেছেন।
এদিকে, মুন্সিগঞ্জে গেল ২৪ ঘন্টায় ৭৭ জনের করোনার ফলাফলে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলা ১৫ জন, টংগিবাড়ী ২ জন, লৌহজং ৯ জন। জেলায় এ পর্যন্ত সর্বমোট করোনা শনাক্ত ৪ হাজার ৫৮৯ জন, মৃত্যু ৬৯ জন, সুস্থ্য ৪ হাজার ৪২৮ জন।
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এমএমএস