স্মৃতিসৌধ থেকে (সাভার): বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে হেলিকপ্টারযোগে স্মৃতিসৌধে পৌঁছান মোদী।
মোদী মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
তারপর আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত স্থানে একটি অর্জুন গাছের চারা রোপণ করবেন তিনি।
শেষে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে ঢাকায় ফেরার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।
আরও পড়ুন>> নরেন্দ্র মোদী ঢাকায়
** মোদীর অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এইচএডি/