ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

আবির আব্দুল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন। ছবি: বাংলানিউজ

স্মৃতিসৌধ থেকে (সাভার): মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ভারতীয় মুক্তিযোদ্ধার একটি দল।

শুক্রবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টায় মেজর জেনারেল নারায়ন শংকর নরের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর জেনারের নারায়ন শংকর নর বাংলানিউজকে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছিলাম। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের ৫০বছর অতিক্রম করেছে। বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য আমরা আসলেই গর্বিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সর্বদাই অতিথিপরায়ণ। তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ।

বাংলাদেশ ও ভারত একটি আত্মিক বন্ধনে আবদ্ধ উল্লেখ করে নারায়ন শংকর আরও বলেন, দুটি দেশের মধ্যে যে সম্পর্ক চলে আসছে তা আজীবন অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে বন্ধু হিসেবে ভারত সবসময় তার পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।