ঢাকা: ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় গণভবনে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিত মা-বোনের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগ প্রকাশিত স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়।
এসময় একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে একটি বিশেষ সিল মোহর ব্যবহার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এমআইএইচ/এসআই