ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবিরোধী সমাবেশে সংঘর্ষের ঘটনায় আহত প্রায় অর্ধশতাধিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শাহাদাত হোসেন নামে একজনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন- মো. আজিম (৩০), টুটুল (৩৯), দিদার (৩৮), আজিজ ব্যাপারী (৪০), আরিফ (৩২), তারেক (২৫), শফিক (৪৬), সোহেল রানা (৩৫), সোহেল (৩০), মুরাদ (৩৬), নজরুল ইসলাম (৪৪), রিয়াদ (৩৫), খাইরুল (৩৫), চঞ্চল (৩৪), শহিদুল (৩২), ৭১ টিভির ইশতিয়াক ইমন (৩১), মাইদুল দেওয়ান (২৯), জীবন মিয়া (৪২), গাজী মাজহারুল ইসলাম (৫০), ইমন খান (৩৮), মো. হাবিব (৩৬), আসাদুল (৩০), নিয়ামুল ইসলাম খান (৩০), নাসির আহমেদ (৪৫), সাজ্জাদুর রহমান (৩০), আনোয়ার হোসেন (৪২), শহিদুল ইসলাম টুটুল (৪২), মেহেদী হাসান সামির (২১), দুলাল (২৭), মনির (৩০), দুলাল হোসেন (৪০) শাহাদত হোসেন (২৫), ডেইলি স্টারের রিপোর্টার প্রবীর দাস (৩৭)সহ প্রায় অর্ধশতাধিক।
আহত নিয়ামুল ইসলাম খান জানান, তারা জুমার নামাজ আদায় বাইরে বের হলে মসজিদের ভেতর থেকে ইট-পাটকেল ছুড়ে মারা হয়। এতে তারা আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে শাহাদত নামে একজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার পরিবার তাকে অন্য হাসপাতলে নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এজেডএস/আরবি