চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনায় ট্রাক চাপায় আলমসাধু আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
রোববার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আমির হোসেনের ছেলে আশানুর রহমান (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত হয়েছেন একই গ্রামের জামাত আলী ছেলে জীবন (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দামুড়হুদা উপজেলার হাউলী এলাকা থেকে আলমসাধুতে (স্থানীয়ভাবে ডাকা হয়) করে দর্শনার দিকে যাচ্ছিলো আশানুর ও আজম। চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধু আরোহী ছেলে আজম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নিলে আশানুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত জীবন আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, আলমসাধুটি সঠিক পথেই ছিলো। হঠাৎ উল্টো দিক থেকে আসা ট্রাকটি ভুল পথ ব্যবহার করে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতেই দুজনের মৃত্যু হয়। সেখানে থাকা একটি পুলিশ বক্সও ভেঙে চুরমার করে করেছে ট্রাকটি। ট্রাকটি পুলিশি হেফাজতে নিলেও চালক এবং হেলপারকে পালিয়ে গেছে।
ঘুমন্ত অবস্থায় গাড়ি চালনার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এএটি