পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় আলমগীর হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ মার্চ) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বকশীগছ এলাকায় এক রাস্তার পাশে বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, রোববার সকালে স্থানীয়রা রাস্তার পাশে বাঁশঝাড় থেকে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে বেলা সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান বাংলানিউজকে জানান, গলাকাটার পাশাপাশি নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত তথ্য জানা যাবে। তবে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এনটি