ঢাকা: রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জরুরি মানবিক সহায়তা হিসেবে এই অর্থ দেবে ইইউ।
রোববার (২৮ মার্চ) ঢাকার ইইউ অফিস থেকে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসাবে ৫ লাখ ইউরো সহায়তা দেবে ইইউর ইউরোপীয় কমিশন।
রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে ইইউরোপীয় কমিশনের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জ্যানেন লেনার্সিক বলেন, অগ্নিকোণ্ডে ক্ষতিগ্রস্ত এক হাজার রোহিঙ্গা পরিবারদের মধ্যে এই অর্থ পানি, স্যানিটেশন, আশ্রায়ন খাতে ব্যয় করা হবে।
এর আগে ২২ মার্চ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিদুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
টিআর/এএটি