সাতক্ষীরা: সাতক্ষীরার ইছামতি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ সীমান্তের ১ নম্বর মেইল পিলারের দক্ষিণে ইছামতি নদীর ভাঙা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ভোমরা ইউপি সদস্য আব্দুল গণি জানান, রোববার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে একটি মরদেহ ভাসতে দেখে তাকে খবর দেন। বিষয়টি তিনি সদর থানা পুলিশকে জানালে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এনটি