সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় দিনে-দুপুরে এলিম সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ মার্চ) সকালে আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়ির এলাকার হাজী ফজল হক সরকারের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত এলিম সরকার ওই এলাকার হাজী ফজল হকের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে নিহতের স্ত্রী পাশের বাড়ি চার তলায় নির্মাণ কাজ দেখতে যায়। এর মধ্যে কোনো এক সময় ওই বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এলিমকে কুপিয়ে জখম করে। পরে তার স্ত্রী বাসায় এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বাবা হাজী ফজল হক বাংলানিউজকে জানান, আমাকে সকাল ১০টার দিকে বাড়ি থেকে ফোন দেয় যে এলিমের অবস্থা খারাপ। কিন্তু বাড়িতে এসে দেখি এলিমে গায়ে-পেটে বড় ক্ষত। বছর খানেক আগে আমার ছেলের সঙ্গে ডিসের ব্যবসা নিয়ে পাশের গ্রামে এক ব্যক্তির মারামারি হয়। আমরা কাউকে সন্দেহ করতে পারছিনা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ আমাদের হেফাজতে নিয়ে রেখেছি। নিহতের শরীরে গলায় ও পেটে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে মেরে কৌশলে পালিয়ে যায়। আমরা পিবিআইকে খবর দিয়েছি পিবিআই ঘটনাস্থলে আসছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এনটি