ঝিনাইদহ: জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৮ র্মাচ) সকাল সাড়ে ১১টার দিকে ওই শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, বাড়ির জমি নিয়ে রোকন উদ্দিন মোল্লা ও তার চাচাতো ভাই শিলু মোল্লার বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে বাড়িতে গোয়াল ঘর নির্মাণ করছিল রোকন উদ্দিন। এসময় শিলু মোল্লা বাধা দিলে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শিলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এনটি