ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে আটক তিন কাউন্সিলরসহ চার জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
কক্সবাজারে আটক তিন কাউন্সিলরসহ চার জন কারাগারে

কক্সবাজার: জলিয়াতির আশ্রয় নিয়ে নাগরিক সনদসহ বিভিন্ন নথিপত্র প্রদানের মাধ্যমে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির সহায়তা করার অভিযোগে গ্রেফতার কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেকসহ তিন কাউন্সিলর এবং এক পৌর কর্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৮ মার্চ) দুপুরে কক্সবাজারের বিশেষ জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী উপ-পরিচালক মো. শরীফ উদ্দিন জানিয়েছেন, রোববার সকালে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এরা হলেন- কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম এবং কক্সবাজার পৌরসভার কর্মচারী দিদারুল ইসলাম ওরফে মুবিন।

মো. শরীফ উদ্দিন আরও  বলেন, রোহিঙ্গা নাগরিককে অবৈধ টাকার বিনিময়ে বাংলাদেশের নাগরিক সাজিয়ে পাসপোর্ট গ্রহণ করার জন্য সহায়তার অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক ও বর্তমান তিন কাউন্সিলর এবং একজন পৌর কর্মচারীকে আটক করেছে দুদকের একটি দল।

আটকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতির আশ্রয়ে রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ ও বিভিন্ন ধরনের নথিপত্র প্রত্যায়ন মাধ্যমে পাসপোর্ট প্রদানের সহায়তার অপচেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া পৌর কর্মচারী দিদারুল ইসলামের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সহযোগিতার নানা অভিযোগ রয়েছে।

দুদকের সহকারী উপ-পরিচালক বলেন, এ নিয়ে দুদকের একটি অনুসন্ধান দল দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। পরবর্তীকালে অভিযোগের সত্যতা পাওয়ায় কক্সবাজার পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও কর্মচারীদের বিরুদ্ধে গত ২৫ মার্চ দুদকে ১২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারদের বিরুদ্ধে রয়েছে ৪টি মামলা।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।