ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিবচর পৌরসভার মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
শিবচর পৌরসভার মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের শিবচর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দায়িত্ব গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৮ মার্চ) সকালে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ মোল্লা বলেন, পৌরসভায় দু’বার নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলাম। আপনারা নির্বাচিত হয়ে যারা দায়িত্ব গ্রহণ করছেন, তারাও সব সময় জনগণের পাশে থাকবেন। পৌরসভার উন্নয়নে কাজ করবেন। সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ডা. মো. সেলিম ও শিবচর পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন খান তোতা।  

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও যুদ্ধকালীন সাত থানা এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, শিবচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ হোসেন, পৌরসভার  সাবেক ও বর্তমান কাউন্সিলররা।

পঞ্চম ধাপে গত ২৮ ফেরুয়ারি শিবচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ও গত ২২ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শিবচর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।