পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক আরোহী।
শনিবার (২৭ মার্চ) রাতে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের নাসকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বোয়ালিয়া গ্রামের সেরাজুলের ছেলে সাইমুন (২২) ও একই এলাকার নকু সরদারের ছেলে রায়হান (১৮)। আহত তরুণের নাম আসাদুল (১৭)।
স্থানীয় সূত্রে জানা, রাতে সাইমুন তার মোটরসাইকেলে রায়হান ও আসাদুলকে নিয়ে বোয়ালিয়া থেকে গলাচিপা যাচ্ছিলেন। পথে নাসকতা বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইমুন ও রায়হানকে মৃত ঘোষণা করেন। আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসআই