ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রগতি সরণিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
প্রগতি সরণিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি সরণিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার ছাত্ররা।

রোববার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে হরতালের সমর্থনে নদ্দার প্রগতি সরণি সড়কে অবস্থান নেয় কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা।

ফলে কুড়িল বিশ্বরোড-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তা ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, সাড়ে ৩টার দিকে কয়েকটি মাদ্রাসার ছাত্র সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তিনি বলেন, ১৫ মিনিটের মধ্যেই বিক্ষোভরত মাদ্রাসা ছাত্রদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ। কোনোধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।