ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলারসহ ৫ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
বঙ্গোপসাগরে ট্রলারসহ ৫ দস্যু আটক

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শত কিলোমিটার গভীর সমুদ্রে মহিপুর থানা ও কুয়াকাটা নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে পাঁচ দস্যুকে আটক করেছে।

রোববার (২৮ মার্চ) বিকেলে সাংবাদিকদের বিষয়টি জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জমান।

তিনি বলেন, সকালে স্পিডবোটে আমি ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়।

গত ২৪ মার্চ সন্ধ্যায় কুয়াকাটা সংলগ্ন ফাতরা বন সংলগ্ন বঙ্গোপসাগরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্বসোনাতলা গ্রামের জেলে হারুন মিয়ার ট্রলার থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। ওই রাতেই মহিপুর থানায় একটি মামলা দায়ের করায় রোববার সকালে যৌথ অভিযানে নামে পুলিশ।

গ্রেফতার জলদস্যুরা হলেন- পশ্চিম কুয়াকাটার জালাল বাহিনীর প্রধান জালাল, দুমকি উপজেলার লেবুখালীর রাসেল, রুহুল আমীন, নেয়াখালীর আ. কাদের, চট্রগ্রামের তালেব আলী।

জলদস্যুদের দুপুরে মহিপুর থানায় নিয়ে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে এবং ডাকাতির প্রস্তুতির মামলায় এদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।