ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোর: যশোর সদরের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে আরোহী এক শিশু (৮)।

তবে তাদের পরিচয় জানা যায়নি।

রোববার (২৮ মার্চ) বেলা ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোরমুখী একটি মাইক্রোবাস সেমকো এলপিজি স্টেশনের সামনে পৌঁছালে বিপরীতমুখী মোটরসাইকেলের (যশোর-ল-১২-২৯৬৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায় এবং মোটরসাইকেল আরোহী শিশু গুরুতর আহত হয়। তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
ইউজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।